01404466166

Support 24/7

0Your Cart৳0.00

Cart (0)

No products in the cart.

সম্মানিত  ক্রেতাবৃন্দ”এশিয়াবিজ টেকনলোজি”  সব  সময়  ক্লায়েন্টদের  সর্বোচ্চ  গুরুত্ব সহকারে সেবা  দিয়ে  থাকে।  গ্রাহক  সেবার  মান  উন্নত  এবং  দ্রুততর  করার  জন্যে  কিছু  নিয়ম  কানুন  মেনে  কার্য  পরিচালনা  করতে  হয়।  সন্মানিত  গ্রাহকগনের  প্রতি  বিশেষভাবে  অনুরোধ সিকিউরিটি পণ্য এবং  কম্পিউটার  পণ্য  কেনার  পূর্বে  নিন্ম  উল্লেখিত  নিয়মাবলি  ভালোভাবে  অনুসরণ  করবেন।  ধন্যবাদ। 

 

 

বিক্রয়ের  সময়  যে  সমস্ত  পণ্যের  ওয়ারেন্টি  ঘোষণা  করা  হয়  সেগুলো  মূলত  পণ্য  প্রস্তুতকারক  কর্তৃক  প্রদান  করা  ওয়ারেন্টি    অর্থাৎ  বিক্রিত  পণ্যের  ওয়ারেন্টি  সেবা  মূলত  নির্দিষ্ট  ব্রান্ডের  মূল  কোম্পানী  বহন  করে  থাকে।  এক্ষেত্রে  সাহায্যকারী  প্রতিষ্ঠান  ”এশিয়াবিজ টেকনোলজি”  মূল  ব্রান্ডের  কোম্পানি  গুলোর  ওয়ারেন্টি  সেবার  শর্তাবলী  কার্যকর  করার  মাধ্যম  হিসেবে  কাজ  করছে। 

 

প্রস্তুতকারী  প্রতিষ্ঠান  নির্ধারিত  ওয়ারেন্টি  শর্তাবলী  নিম্নরূপঃ 

 


  • ”এশিয়াবিজ টেকনোলজি”  প্রতিটি  প্রোডাক্ট  এর  বাংলাদেশ  কম্পিউটার  সমিতি(BCS) কর্তৃক  প্রদত্ত  ওয়ারেন্টি  নীতিমালা  অনুসরন  করে।  

     

  • ওয়ারেন্টি  হল  এমন  একটি  সেবা  যা  উৎপাদনকারী  বা  আমদানীকারক  এবং  ক্রেতা  উভয়  পক্ষের  মধ্যে  একটি  চুক্তি।  এই  চুক্তির  মাধ্যমে  ক্রেতা  উৎপাদনকারী  বা  আমদানীকারকের  উপর  বিক্রিত  পণ্যের  মেরামত  বা  প্রতিস্থাপনের  দায়িত্ব  বর্তায়।  ক্রয়ক্রিত  পণ্যের  ওয়ারেন্টি  সেবা  পেতে  এশিয়াবিজ টেকনোলজির  ক্রেতাকে  সার্বিক  সহযোগিতা  করে  থাকেন  এবং  ক্রেতা    উৎপাদনকারী  বা  আমদানীকারক  এর  মধ্যে  ”এশিয়াবিজ টেকনোলজি”  মধ্যস্থতাকারী  হিসেবে  কাজ  করে। 

     

  • বিক্রিত  সকল  প্রোডাক্ট    ওয়ারেন্টি  প্রদান  করা  হয়  না।  শুধুমাত্র  যেসকল  প্রোডাক্ট  গুলোতে  মূল  কোম্পানি  ওয়ারেন্টি  মেয়াদ  ঘোষণা  করে  থাকে  সেগুলোর  ক্ষেত্রে  ওয়ারেন্টি  কার্যকর  হয়ে  থাকে। 

     

  • সিসি ক্যামেরা ও সিকিউরিটি আইটেম  ব্র্যান্ড    মডেল  ভেদে  ওয়ারেন্টি  -  বছর  হয়।   

     

  • নতুন ল্যাপটপ, ডেক্সটপ, মনিটর, প্রিন্টার ইত্যাদি ব্র্যান্ড    মডেল  ভেদে  ওয়ারেন্টি  -  বছর  হয়।  কিন্তু  ল্যাপটপ  ব্যাটারি    এডাপ্টারের  ওয়ারেন্টি  শুধমাত্র    বছর 

     

  • ওয়ারেন্টির  আওতাভুক্ত  কোন  প্রোডাক্ট  বিক্রির  পর  যদি  তাতে  ত্রুটি  ধরা  পড়েতবে  মেরামতের  মাধ্যমে  সেই  ত্রুটি  দূর  করা  হয়  এবং  পন্যের  প্রকারভেদে  তা  সাথে  সাথে  পরিবর্তন  করে  দেওয়া  হয়ে  থাকে। 

     

  • নির্দিষ্ট  মডেলের  প্রোডাক্ট  বদলে  দেয়ার  মতন  না  থেকে  থাকলে  এশিয়াবিজ টেকনোলজির  নিজস্ব  স্টকে  বর্তমান  অন্য  কোন  ব্র্যান্ডের  সমমানের  পণ্য  দিয়ে  বদল  করে  দিতে  পারে। 

     

  • নির্দিষ্ট  মডেলের  প্রোডাক্ট  মেরামতের  অযোগ্য    বদলে  দেয়ার  মতন  একই  কিংবা  সমমানের  পণ্য  যদি  আমাদের  স্টকে  বর্তমান  না  থাকে  সেক্ষেত্রে  উক্ত  মডেল  থেকে  ভাল  কোন  প্রোডাক্ট  অবচয়    মূল্য  সমন্বয়  এর  মাধ্যমে  বদলে  দেয়া  যেতে  পারে। 

     

  • নির্দিষ্ট  মডেলের  প্রোডাক্ট  মেরামত  বা  বদলে  দেয়ার  অযোগ্য  এশিয়াবিজ টেকনোলজি  এর  কাছে  বর্তমান  না  থাকলেবিক্রয়  অবচয়  সমন্বয়  এর  মাধ্যমে  মূল্যের  অর্থ  ফেরত  দেওয়া  যেতে  পারে। 

     

  • প্রোডাক্ট  ব্যাবহারের  সময়  কিংবা  এশিয়াবিজ টেকনোলজি  এর  সার্ভিসের  সময়  যদি  কোন  সফটওয়্যার  বা  ডাটা  নষ্ট  কিংবা  হারিয়ে  যায়  এর  দায়ভার  এশিয়াবিজ টেকনোলজি  বহন  করবে  না  উল্লেখ্য  যেএক্ষেত্রে  ডাটা  পুনরুদ্ধার  বা  সফটওয়্যার  পুনস্থাপনের  কাজের  দায়িত্ত্বও  এশিয়াবিজ টেকনোলজি  এর  উপর  বর্তাবে  না। 

     

  • নির্দিষ্ট  মডেলের  প্রোডাক্ট  ওয়ারেন্টির  আওতায়  নেয়ার  পর  সার্ভিসের  কাজ  শেষ  করে  প্রোডাক্টটি  ফেরত  দেয়ার  সময়  নির্দিষ্ট  নয়এই  সময়  -  দিন  থেকে  সর্বোচ্চ  ৩৫-৪০  দিন  কিংবা  আরো  বেশী  হতে  পারেকারণ  অধিকাংশ  ক্ষেত্রে  মেরামতের  জন্য  প্রয়োজনীয়  যন্ত্রাংশ  দেশে  পর্যাপ্ত  বাফার  স্টক  না  থাকায়  তা  বিশেষভাবে  আমদানী  করে  আনতে  হয়  যা  অনেক  সময়  সাপেক্ষ। 

     

  • ক্রেতাসাধারনের  অবগতির  জানানো  যাচ্ছে  যে  বেশীরভাগ  ওয়ারেন্টি  প্রোডাক্ট  রিপেয়ার  হয়  নাযে  পার্টস  টি  নস্ট  হয়  সেটা  পরিবর্তন  করা  হয়  বরং  অধিকাংশ  ক্ষেত্রে  বিদেশ  থেকে  আমদানি  করা  হয়। 

     

  • বিক্রয়ের  সময়  যে  কম্পিউটার  সেটআপ    অপারেটিং  সিস্টেম  কাস্টমাইজ  করে  দেয়া  হয়  তা  ওয়ারেন্টির  আওতায়  থাকে  না। 

     

  • লাইফ  টাইম  ওয়ারেন্টি  মূলত  বাজারে  প্রচলিত  পণ্য  হিসেবে  বিবেচিত  হওয়ার  সময়কাল  পর্যন্ত    পণ্যের  ওয়ারেন্টি  সেবা  প্রদানকে  লাইফ  টাইম  ওয়ারেন্টি  বুঝাবে।  কোনো  পণ্যের লাইফ  টাইম’ ওয়ারেন্টির  আওতায়  ওই  পণ্যটি  মার্কেটে  প্রচলিত  পণ্য  হলেক্রেতা  ওয়ারেন্টি  সেবা  প্রাপ্ত  হবে।  কোনো  পণ্য  বাজারেEOL(End of Life) হিসেবে  গণ্য  হলে  অর্থাৎ  পণ্যটি  যদি  অপ্রচলিত  হয়ে  পড়ে  তবে  তা  আর  ওয়ারেন্টির  আওতায়  আসবে  না।  পণ্যের  নতুন  সংস্করণ  বাজারে  আসলে  তা  পুরাতন  সংস্করণের  সাথে  ওয়ারেন্টি  সেবা  পাবে  না।  উল্লেখ্যলাইফ  টাইম  ওয়ারেন্টির  ক্ষেত্রে  বিসিএর  এর  নীতিমালা  অনুযায়ী  গ্রাহক  বা  ক্রেতা  সর্বোচ্চ  (দুইবছর    সেবা  উপভোগ  করতে  পারবেন। 

     

  • সার্ভিস  ওয়ারেন্টির  ক্ষেত্রে  যদি  কোন  যন্ত্রাংশ  পরিবর্তন  বা  সংযোজনের  প্রয়োজন  হয়  তাহলে  ক্রেতা  সাধারন  তা  নিজ  দায়িত্বে  সংগ্রহ  করবেন  অথবা  ক্রেতাগনের  সম্মতিতে  অগ্রিম  মূল্য  পরিশোধ  সাপেক্ষে  এশিয়াবিজ টেকনোলজি  এর  মাধ্যমে  সংগ্রহ  করতে  পারবেন। 

     

  • মনিটরের  ডেড  পিক্সেল(Dead Pixel) জনিত  ওয়ারেন্টি  ক্লেইমের  জন্য  তাতে  ন্যূনতম    বা  তার  বেশি  ডেড  পিক্সেল  দৃশ্যমান  হতে  হবে। 

     

  • প্রোডাক্টের  ওয়ারেন্টি  ক্লেইমের  সময়  ক্রেতাকে  প্রোডাক্টের  বক্স  সাথে  নিয়ে  আসা  বাধ্যতামূলক। 

     

 

যেসকল  ক্ষেত্রে  ওয়ারেন্টি  কার্যকর  হবে  না  বা  শর্তসাপেক্ষে  পেতে  পারেন 

 


  • অসতর্ক  ভাবে  ব্যবহারজনিত  কারনে  যেমনপানিতে  ভিজে  যাওয়াভেঙে  যাওয়াপুড়ে  যাওয়াআঘাতপ্রাপ্ত  হওয়াগভীরভাবে  আঁচড়  এর  দাগ  প্রভৃতি  কারণে  কোন  ত্রুটি  দেখা  দিলে  তা  ওয়ারেন্টির  আওতায়  থাকবে  না। 

     

  • কোন  পণ্যের  সিরিয়াল  বা  সিরিয়াল  স্টিকার  আংশিক  বা  সম্পূর্ণরূপে  মুছে  গেলেউঠে  গেলে  বা  যেকোন  কারণে  ক্ষতিগ্রস্ত  হলে  তখন  পণ্যটি  আর  ওয়ারেন্টির  আওতায়  পড়বে  না। 

     

  • মাদারবোর্ডগ্রাফিক্স  কার্ড  এবং  র‌্যাম  এর  গায়ে  ফাংগাস  বা  মরিচা    গভীর  কোন  ক্ষত  বা  আচড়  থাকলে  উক্ত  মাদারবোর্ড  গ্রাফিক্স  কার্ড  বা  র‌্যাম  ওয়ারেন্টির  আওতায়  থাকবে  না। 

     

  • মাদারবোর্ড  এবং  প্রসেসর  এর  ক্ষেত্রে  এক  বা  একাধিক  পিন  সম্পূর্ণ  বা  আংশিক  ভাঙ্গাবাঁকা  বা  বিকৃত  অবস্থায়  পাওয়া  গেলে  পণ্যটি  ওয়ারেন্টির  আওতায়  থাকবে  না। 

     

  • যেহেতু  এশিয়াবিজ টেকনোলজি  ল্যাপটপডেস্কটপ  কিংবা  কোন  পণ্য  ডেলিভারির  সময়  কোন  প্রকারের  পাসওয়ার্ড  কিংবা  সিকিউরিটি  কোড  প্রয়োগ  করে  না  সেহেতু  ল্যাপটপডেস্কটপ  বা  অন্য  যেকোন  ডিভাইসেBIOS পাসওয়ার্ড  এর  সম্পূর্ণ  দায়িত্ব  ক্রেতাকে  বহন  করতে  হবে।  এটা  ওয়ারেন্টির  আওতায়  পড়বে  না। 

     

  • Apple Mac Book এর  নিজস্ব  অপারেটিং  সিস্টেম  মুছে  ফেললে  পণ্যটি  ওয়ারেন্টির  আওতায়  পড়বে  না। 

     

  • নির্দিষ্ট  মডেলের  কম্বো(যুগলকিবোর্ড-মাউস(যে  সব  কিবোর্ড-মাউস  একসাথে  বান্ডেল  হিসেবে  বিক্রি  হয়এর  ক্ষেত্রে  কিবোর্ড  বা  মাউস  যেকোনো  একটি  ক্ষতিগ্রস্থ  হলে  ওয়ারেন্টির  জন্য  সম্পূর্ণ  কম্বো(যুগলসেটটি(আনুসাঙ্গিক  এক্সেসরিজ) উপস্থাপন  করতে  হবে।  শুধুমাত্র  কিবোর্ড  বা  মাউস  আলাদাভাবে  ওয়ারেন্টির  জন্য  উপস্থাপন  গ্রহণযোগ্য  হবে  না। 

     

  • প্রিন্টার  কার্টিজটোনারহেডরোলারড্রামএলিমেন্ট  কাভার  ইত্যাদি  যন্ত্রাংশ  ওয়ারেন্টির  আওতা  বহির্ভূত। 

     

  • প্রিন্টারের  ওয়ারেন্টির  ক্ষেত্রে  প্রস্তুতকারী  প্রতিষ্ঠান  কর্তৃক  নির্ধারিত  কালিইংক  কার্টিজ  বা  টোনার  কার্টিজ  ব্যতীত  অন্য  কালিইংক  কার্টিজ  বা  টোনার  কার্টিজ  ব্যবহার  করলে  ওয়ারেন্টির  আওতায়  পড়বে  না। 

     

  • প্রিন্টারস্ক্যানাররাউটারসুইচএক্সেস  পয়েন্টটিভি  কার্ড  ইত্যাদি  এবং  একই  ধরনের  প্রোডাক্ট  এর  পাওয়ার  এডাপ্টার  ওয়ারেন্টির  আওতায়  পড়বে  না। 

     

  • কোন  নির্দিষ্ট  প্রোডাক্ট  এর  ওয়ারেন্টি  প্রদানের  পর  যদি  ওয়ারেন্টি  বা  সার্ভিস  বিভাগে    মাসের  অধিক  সময়  অতিবাহিত  হয়  তবে  উক্ত  প্রোডাক্ট  এর  দায়ভার  কোম্পানী  বহন  করবে  না। 

     

  • নির্দিষ্ট  প্রোডাক্ট  এর  ওয়ারেন্টি  রিসিভ  পেপার  হারিয়ে  গেলে  এর  ক্রয়ের  রশিদ    যথাযোগ্য  প্রমান  প্রদান  সাপেক্ষে  প্রোডাক্ট  টি  গ্রহন  করতে  হবে। 

     

 

 

 

 

 

 

 

 

 

 

”এশিয়াবিজ টেকনোলজি”  পণ্য  রিটার্ন    রিফান্ড  পলিসি 

 


  • এশিয়াবিজ টেকনোলজি  থেকে  পণ্য  ক্রয়ের  ক্ষেত্রে  অবশ্যই  শপে  বিক্রয়কর্মীর  সামনে  চেক  করে  কিনবেন  পরবর্তীতে  সমস্যা  হলে  যদি  পণ্যে  ওয়ারেন্টি  থাকে  তবে  তা  ওয়ারেন্টির  আওতাভুক্ত  হবে। 

     

  • অনলাইন  অর্ডার  এর  পণ্য  ডেলিভারি  ম্যান  থেকে  রিসিভ  করার  পর  যদি  বক্স  দেখে  মনে  হয়  তা  আপনার  অর্ডারক্রীত  পণ্য  না  তাহলে  বক্স  খুলে  পণ্য  ব্যবহার  করলে  এবং  বক্স  নষ্ট  করলে  সেই  পণ্য  পরবর্তীতে  পরিবর্তনযোগ্য  হবে  না।   

     

  • অনলাইন  অর্ডারের  ক্ষেত্রে  পণ্য  ডেলিভারি  পাবার  পর  পণ্যে  মেনুফেকচারিং  ত্রুটি  থাকলে  আমাদের  হটলাইনে  ২৪  ঘন্টার  মধ্যে  জানাতে  হবে  তবে  অবশ্যই  সে  পণ্যের  গায়ে  কোন  স্ক্র্যাচ  ফেলা  যাবে  না  এবং  পণ্যের  বক্স  অক্ষত  রাখতে  হবে  অন্যথায়  তা  পরিবর্তনযোগ্য  নয়।   

     

  • ত্রুটিযুক্ত  পণ্য  আমাদের  শপ  থেকে  পরিবর্তনযোগ্য।  এক্ষেত্রে  আমাদের  এক্সপার্টগন  পণ্যে  ত্রুটি  পর্যবেক্ষণ  করে  তা  পরিবর্তন  করার  পদক্ষেপ  গ্রহন  করবেন। 

     

  • ক্রেতা  যদি  ডেলিভারি  ম্যান  এর  মাধ্যমে  ত্রুটিযুক্ত  পণ্য  পরিবর্তন  করতে  ইচ্ছুক  অথবা  পরিবর্তন  করতে  চান  তবে  শুধুমাত্র  কুরিয়ার  চার্জ  প্রযোজ্য  হবে।  পণ্য  আনার  পর  যদি  পণ্য  ভাঙ্গা  অথবা  পোড়াজ্বলা  অবস্থায়  পাওয়া  যায়  তবে  সেই  পণ্যের  সম্পূর্ণ  দায়িত্ব  ক্রেতাকে  বহন  করতে  হবে। 

     

  • এশিয়াবিজ টেকনোলজি এর  ওয়েবসাইটে  থাকা  বিবরণী  দেখে  ক্রয়কৃত  পণ্য  ডেলিভারি  কর্মী  থেকে  রিসিভ  করার  পর  তা  আপনার  নির্দিষ্ট  ডিভাইসে  সাপোর্ট  করছে  না  অথবা  তা  এখন  আর  কিনতে  ইচ্ছুক  ননএসকল  কারনে  পণ্য  ফেরত  অথবা  পরিবর্তনযোগ্য  নয়। 

     

  • নির্দিষ্ট  কারনে  পণ্য  রিটার্ন  দেয়ার  পর  অথবা  গ্রহণযোগ্য  কারনে  মূল্য  রিফান্ড  করতে    থেকে  ১০  কার্যদিবস  এবং  অনলাইন  পেমেন্টের  ক্ষেত্রে  আরও  বেশি  সময়  লাগতে  পারে। 

     

  • সকল  প্রকার  মোবাইল  ফিন্যান্সিয়াল  সার্ভিসঅনলাইন  গেটওয়ে/ POS পেমেন্ট  রিফান্ডের  ক্ষেত্রে  রিফান্ড  চার্জ  প্রযোজ্য   

     

  • কুরিয়ার  এর  ক্ষেত্রে  ক্রেতা  অবশ্যই  পণ্য  ভাঙ্গা  থাকলে  অথবা  প্যাকেট  ছেঁড়া  থাকলে  কুরিয়ার  থেকে  পণ্য  গ্রহণ  করবে  না  কুরিয়ারে  ক্ষতিগ্রস্ত  পণ্য  ক্রেতা  গ্রহণ  করলে  তা  নিজ  দায়িত্বে  করতে  হবে  এবং  এই  ব্যাপারে  পরে  কোন  অভিযোগ  গ্রহণযোগ্য  হবে  না। 

     

  • সম্মানিত  ক্রেতাগন  যদি  পেমেন্ট  করার  সময়  কোন  প্রকার  ক্যাশব্যাক  পেয়ে  থাকেন  তাহলে  রিফান্ড  করার  সময়  ক্যাশব্যাকের  সমপরিমান  টাকা  কেটে  রাখা  হবে।